স্কুলে যাওয়ার পথে কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন ছাত্রী নিহত হয়েছে।
বুধবার দুপুরে জেলার লালমাই উপজেলার বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো— মিম, তাসফিয়া ও রিমা। তারা বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তাদের সবার বাড়ি বিজয়পুর এলাকার দুর্গাপুর গ্রামে।
এদিকে ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক এবং রেললাইন অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।
বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান জানান, বুধবার দুপুর ১২টায় স্কুলে আসার সময় বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মিম, তাসফিয়া ও রিমা ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
তিন শিক্ষার্থী নিহতের খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের স্বজনদের সান্ত্বনা দেন।