দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে না খেলেই দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান! খবর বের হয় অসুস্থ সন্তান ও মায়ের পাশে থাকতে সিরিজ শেষ হওয়ার আগেই ফিরে আসবেন তিনি।
সোমবার সকালে শোনা যায়, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলে বিশ্বসেরা এ অলরাউন্ডার দেশে আসবেন। কিন্তু বিকেলে জানা যায় সোমবারই তিনি বাংলাদেশে চলে আসবেন।
পরবর্তীতে বিসিবির পক্ষ থেকে জানানো হয় সাকিব তৃতীয় ওয়ানডে খেলে পরিবারের সঙ্গে যোগ দিতে দেশে ফিরবেন।
সাকিব আসবেন না কি আসবেন না এ নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। তবে সূত্র বলছে, সাকিব আল হাসান নিজে সিদ্ধান্ত নিয়েছেন তিনি ওয়ানডে সিরিজ শেষ করে দেশের বিমান ধরবেন।
তাছাড়া টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও ইঙ্গিত দিয়েছেন সাকিব ওয়ানডে সিরিজটা শেষ করেই দেশে ফিরবেন।
এ ব্যাপারে সুজন বলেন, এখানে কারোরই হাত নেই। এটা আসরে পারিবারিক ব্যাপার। ওরজন্যই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সাকিব শুরু থেকেই এই সিরিজটা খেলার ব্যাপারে সিরিয়াস।
তিনি আরও বলেন, প্রথম ম্যাচে সে দুর্দান্ত ক্রিকেট খেলছে। দ্বিতীয় ম্যাচে রান না পেলেও সে দারুন বোলিং করেছে। সাকিব চায় এই সিরিজটা জিততে। সাকিজ নিজেও জানে তাকে ছাড়া দক্ষিণ আফ্রিকার এই কন্ডিশনে এই সিরিজটা আমাদের জন্য কতটা কঠিন।
এদিকে সাকিবের তিন সন্তান যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসার পর অসুস্থ হয়ে পড়ে। তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি।
বড় মেয়ে আলাইনা ভুগছে ঠান্ডা জ্বরে আর ছেলে আইজাহ ও ছোট মেয়ে ইরাম ভুগছে নিউমোনিয়ায়।
এ ছাড়া সাকিবের মা হৃদরোগে আক্রান্ত। তিনিও ভর্তি আছেন হাসপাতালে।
সন্তান ও মায়ের অসুস্থতার কথা শুনে সাকিব দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।