আফজাল হোসেন রোমান, ইতালি:যুক্তরাজ্য থেকে সম্প্রচারিত দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার হাসানুল হক উজ্জ্বলের ইতালি আগমনে নাগরিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব ইতালি।
রাজধানী রোমের স্থানীয় স্পাইস অফ সিলেট রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির প্রধান উপদেষ্টা হাজী জসিম উদ্দিন, সংগঠনের সভাপতি মোঃ আফজাল হোসেন রোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেনের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা সমিতির সভাপতি হাজী সেলিম ভূঁইয়া, সেন্তসেল্লে ঐক্য পরিষদ এর সভাপতি ইসরাফিল বারী, স্বাধীন বাংলা টেলিভিশন এর চেয়ারম্যান সৈয়দ সুমনসহ স্থানীয় কমিউনিটির বিশীষ্টজনেরা।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। দেশে প্রবাসে সাংবাদিকদের দায়িত্ব নিয়ে কাজ করে যেতে হবে।
নানা প্রতিকূলতা আর প্রতিবন্ধকতার মধ্যেও সাদাকে সাদা আর কালোকে কালো বলাই একজন বস্তনিষ্ঠ সাংবাদিকের দায়িত্ব।
তারা সুষ্ঠু ও সঠিক সাংবাদিকতার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান উপস্থিত সাংবাদিকদের।
পরিশেষে সংবর্ধিত সাংবাদিক হাসানুল হক উজ্জ্বলকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।