রাশিয়ার হামলায় ইউক্রেনে ৫৭ বেসামরিকসহ ১৯৪ জন নিহত

ব্রিটেনের সামরিক বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হেপি দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের জনপ্রতিনিধিদের বলেছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনে ৫৭ বেসামরিকসহ ১৯৪ জন নিহত হয়েছেন। এ সময় রাশিয়ার ৪৫০ সেনা নিহত হয়। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সেনাবাহিনীকে বিশেষ অভিযান চালানো আদেশ দেয়া পর এ হতাহতের ঘটনা ঘটে।

তবে শুক্রবার ভোরে জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় ২৫ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এরপর ব্রিটিশ কর্তৃপক্ষ ইউক্রেনে হতাহতের বিষয়ে এমন তথ্য দিয়েছে।

ব্রিটিশ মন্ত্রী জেমস হেপি আরো বলেছেন, নির্ধারিত সময়ের আগেই ন্যাটো সামরিক জোটের মিত্রদেশ এস্তোনিয়াতে এক হাজার ব্রিটিশ সেনা পাঠানো হয়েছে। রাশিয়ার হামলার কারণে ইউক্রেনে যে সকল শরণার্থী প্রতিবেশী দেশগুলোতে ভিড় করেছে তাদের সামলাতে এসব ব্রিটিশ সেনা পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ