অতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক বসতে যাচ্ছে।
এতে প্রশাসনের ১৫তম ব্যাচের কর্মকর্তাদের অর্থাৎ যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির বিষয়টি উঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ব্যাচের পদোন্নতিযোগ্য নিয়মিত কর্মকর্তার সংখ্যা ৭৭ জন। এর সঙ্গে আগের বাদ পড়া কিছু কর্মকর্তাকেও বিবেচনায় নেওয়া হতে পারে। সব মিলিয়ে পদোন্নতিযোগ্য কর্মকর্তার সংখ্যা ১১৬ জন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনের কর্মকর্তাদের বেশির ভাগ ব্যাচের নিয়মিত পদোন্নতি হলেও ১৫তম ব্যাচের কর্মকর্তাদের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। চাকরির প্রায় শুরু থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে এ ব্যাচের কর্মকর্তারা অন্য ব্যাচের মতো সময়মতো পদোন্নতি পাননি।
এ ব্যাচের কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া ১৯৯৩ সালে শুরু হয়। ১০০ কিছু বেশি কর্মকর্তার এ ছোট ব্যাচ ২০০৫ সালে উপসচিব পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করে। কিন্তু ২০১২ সালে তাদের সেই পদোন্নতি হয়।
এরপর ২০১৫ সালে যুগ্ম সচিব হওয়ার যোগ্যতা অর্জন করলেও তাদের পদোন্নতি হয়েছে দ্বিগুণ সময় নিয়ে অর্থাৎ ২০১৮ সালে। যুগ্ম সচিব হিসাবে দুই বছর চাকরি করলেই অতিরিক্ত সচিব পদোন্নতির যোগ্যতা অর্জিত হয়।
সে হিসাবে এ ব্যাচের অতিরিক্ত সচিব হওয়ার যোগ্যতা হয়েছে ২০২০ সালে। বর্তমানে ২০২২ সাল শুরু হওয়ায় সেই প্রক্রিয়া শুরু হচ্ছে। এ প্রক্রিয়া শেষ হতে এক মাসেরও অধিক সময় লাগতে পারে বলে জনা গেছে।
প্রশাসনে সবচেয়ে বেশি সময় অর্থাৎ দীর্ঘ চার বছর যুগ্ম সচিব থাকার পর এ ব্যাচটি পদোন্নতি পেতে যাচ্ছে। এতে ব্যাচের কর্মকর্তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
উপসচিব থেকে অতিরিক্ত সচিবের পদোন্নতির ক্ষেত্রে উল্লিখিত ব্যাচের প্রতিটি স্তরে সময় বেশি লাগায় অনেক কর্মকর্তার অবসরে যাওয়ার সময় কাছে চলে এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা যুগান্তরকে জানান, ১৫তম ব্যাচের অন্তত তিন-চার জন কর্মকর্তা এ বছরের শেষের দিকে অবসরে যাওয়ার সময় নির্ধারিত আছে।
তাই দেরিতে পদোন্নতি হওয়ায় তারা সচিব হওয়ার দৌড়ে তো থাকতেই পারবেন না, যারা সেই দৌড়ে থাকবেন তারাও সচিব হয়ে বেশি দিন থাকতে পারবেন না।
তাই তাদের পদোন্নতির বিষয়টি দ্রুত সম্পন্ন করার অপেক্ষায় এসএসবির দিকে তাকিয়ে আছেন সবাই। গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
এর আগেও একবার অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। অর্র্থাৎ প্রশাসনের ১৩তম ব্যাচ দুই ভাগে পরপর দুইবার পদোন্নতি পাওয়ায় ১৫তম ব্যাচ অতিরিক্ত সচিব পদোন্নতির দৌড়ে পিছিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, অতিরিক্ত সচিব পদে পদোন্নতির পর প্রশাসনের ২০তম ব্যাচের উপসচিবদের মধ্যে যারা পদোন্নতি পাননি তাদের বিষয়টি বিবেচনায় নিতে পারে এসএসবি।
তবে ১৫তম ব্যাচের পদোন্নতির আগে ২০তম ব্যাচের পদোন্নতির বাকি অংশ শুরু হচ্ছে- এমন তথ্যই মিলছে দায়িত্বশীলদের কাছ থেকে। এসব বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিয়োগ পদোন্নতি ও প্রেষণ) আনিছুর রহমান মিঞা রোববার রাতে যুগান্তরকে বলেন, পদোন্নতি একটি স্বাভাবিক প্রক্রিয়া।
আজ মন্ত্রিপরিষদ বিভাগে বেশ কয়েকটি বিষয়ে এসএসবি বৈঠক হবে। এসব বিষয়ের সঙ্গে ১৫তম ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদের পদোন্নতির বিষয়টি ওঠার সম্ভাবনা রয়েছে।