ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বদেশ-বিদেশ পত্রিকার চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন পত্রিকার সকল সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী এবং প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় পত্রিকার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। সেই সাথে ভয়াল ১৫ ই আগস্ট কতিপয় বিপথগামী সেনা বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। বলেন, আজকের দিনে আমাদের নতুন করে শপথ নিতে হবে, স্বাধীনতা বিরোধীদের টুটি চেপে ধরার। শপথ নিতে হবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন-সোনার বাংলা গড়ে তোলার। দেশ উন্নয়নের পথে যেভাবে এগিয়ে যাচ্ছে আগামী দিনে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলে প্রত্যাশা করেন পত্রিকাটির চেয়ারম্যান।
জনাব জসিম উদ্দিন, রোম প্রবাসী সকল বাংলাদেশী বিশেষ করে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির ঐক্য কামনা করে বলেন, প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হয়েই বিদেশিদের কাছে বাংলাদেশের মর্যাদা বাড়াতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সকল কর্মসূচীতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান। বলেন, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধকে আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যাতে জাতির জনকের ভূমিকা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্পর্কে সম্যক ধারণা নিতে পারে।