ভিমরুলের কামড়ে প্রাণ গেল বাবা-ছেলে-মেয়ের

ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে মসজিদের ইমাম, তার মেয়ে ও ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার দুধনই গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার সকাল ১০টার দিকে দুধনই গ্রামের চান্দু মেম্বারের ছেলে দুধনই জামে মসজিদের ইমাম আবুল কাশেম বাড়ি থেকে নৌকা দিয়ে লাকড়ি সংগ্রহের উদ্দেশে দুই সন্তানসহ বের হয়েছিলেন। পাশেই একটি বাঁশঝাড়ে নৌকা আটকে গিয়ে ভিমরুলের বাসা ভেঙে গিয়ে তাদের ওপর আক্রমণ করে। এ সময় ছেলে সিফাতুল্লাহ (৬) ও মেয়ে লাবিবাসহ তারা তিনজন আহত হন। তাদের ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে বাবা ও ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর মেয়ে লাবিবাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাবার মৃত্যু হয়। পরে ছেলে সিফাত উল্লাহর মৃত্যু হয়।

ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার বলেন, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ