বিসিবি সভাপতির পদ ছাড়লেন পাপন

অবশেষে ‘পাপন’মুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেটে শেষ হয়েছে তার অধ্যায়। এক যুগ ধরে দেশের ক্রিকেটের শীর্ষ পদ দখলে রাখা নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। বিদায় বলে দিলেন বিসিবি সভাপতির চেয়ারকে।

পাকিস্তানে জাতীয় দলের ক্রিকেটাররা যখন মাঠের খেলায় নামার অপেক্ষায়, ঠিক সেই সময়েই শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা। বুধবার বেলা সাড়ে ১১টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ সভা।

আগেই জানা গিয়েছিল, রাজনৈতিক অস্থিরতায় দেশ ছেড়ে বিদেশে পালানো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও থাকবেন এই সভায়। যদিও স্ব-শরীরে নয়, অনলাইনে উপস্থিতি জানান দেবেন তিনি। যেখানে আসতে পারে তার পদত্যাগের সিদ্ধান্ত।

শেষ পর্যন্ত তাই সত্য হলো। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই এলো সেই খবর। ফলে বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো তার দীর্ঘ ১২ বছরের রাজত্ব। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। মাঝে হয়েছিলেন এসিসি চেয়ারম্যানও।

পাপন বিদায় বলায় এই পদে আসতে যাচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচিত পরিচালকদের কেউ। যেখানে সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের নাম জোরেশোরে শোনা গেলেও নাজমুল আবেদিন ফাহিমও আছেন দৌড়ে।

 

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ