রুশ সেনাবাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে বিরতিহীন হামলা চালাচ্ছে। অসংখ্য গ্রুপে ভাগ হয়ে তারা এই আক্রমণ করছে বলে দাবি করেছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো।
সোমবার সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে কিয়েভের মেয়র এবং সাবেক বক্সিং তারকা ভিটালি ক্লিটসকো এ কথা বলেন।
তিনি বলেন, প্রতি ঘণ্টায় আমরা বিস্ফোরণের শব্দ শুনছি। গত পাঁচ দিন এভাবেই চলছে।
শহরের বাসিন্দারা ক্লান্ত হয়ে পড়েছে উল্লেখ করে ভিটালি ক্লিটসকো বলেন, অধিকাংশ সময় তারা বাঙ্কারেই থাকছে।
ইউক্রেনের সেনাদের ‘হিরো’ অভিহিত করে ইউক্রেনের এই মেয়র বলেন, হাজার হাজার নাগরিক বেসামরিক প্রতিরক্ষা গড়ে তুলেছে। জনগণ অস্ত্র হাতে তুলে নিয়েছে। তারা নিজেদের পরিবার, ঘর-বাড়ি এবং দেশের ভবিষ্যত রক্ষায় লড়াই করছে।
মেয়র ক্লিটসকো বলেন, তারা আমাদের ভবিষ্যত চুরি করতে এসেছে। আমরা যুদ্ধ করতে এবং মরতে প্রস্তুত। কারণ, এটা আমাদের বাড়ি, আমাদের দেশ, আমাদের ভবিষ্যত।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে সাবেক এই বক্সার বলেন, ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। কিন্তু এখন আমরা পুনরায় রাশিয়ায় ফিরতে চাই না।
কিয়েভের মেয়র বলেন, আমরা আমাদের ভবিষ্যতকে গণতান্ত্রিক, ইউরোপীয়ান দেশ হিসেবে দেখি। এটা আপস করে নয়। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের স্বপ্ন।