নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে না। ষড়যন্ত্র হবে কঠিন, সেই ষড়যন্ত্রে রাজপথে আমার রক্ত থাকতে পারে। কিন্তু নিশ্চিত থাকবেন ইনশাল্লাহ আগামীতে আবারও শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠিত হবে।
শনিবার বিকালে নারায়ণগঞ্জের বন্দরে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এদেশে যত ষড়যন্ত্র হয়েছে তার চেয়ে বড় ষড়যন্ত্র এখন বিদ্যমান। আমি কমিটির রাজনীতি করি না। আমি রাজনীতি বলতে বুঝি, সত্য কথা বলার যার সাহস আছে। আমি সাংবাদিকতা বলতে বুঝি, যে সৎ সাংবাদিকের সত্য কথা বলার সাহস আছে তারই সাংবাদকতা করা উচিত।
তিনি আরও বলেন, রাজনীতি তারই করা উচিত যে যে কোন অবস্থায় সত্য কথা বলার সৎ সাহস রাখে। উপরে এক রূপ আর ভেতরে এক রূপ যাদের নাই তাদেরই রাজনীতি করা উচিত।
শামীম ওসমান বলেন, রাজনীতি এখন অনেক কঠিন হয়ে গেছে। শুধু আওয়ামী লীগ নয়, যে কোনো দলের ত্যাগী নেতাকর্মী যারা আছেন তারা কেন জানি আজ বেশি অবহেলিত। যাদের অনেকের ঘরে খাবার নাই, তবুও তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনা প্রশ্নে আপোষ করেন না সেই লোকগুলোকে এখন বেশি অবমূল্যায়ন করা হয়।
সামীম ওসমান বলনে, তারা আমাদের নেত্রীকে তুলনা করছেন আইয়ুব খানের সঙ্গে। তারা বলে, এটা নাকি একটা ব্যর্থ রাষ্ট্র। তাদের কথায় কিছু আসে যায় না, কিন্তু যখন দেখি আমার মত কেউ একজন তাদের মঞ্চে বসে বক্তব্য দিচ্ছেন ও শুনছেন। এরা খুব বিপদজনক।