বায়ান্নের ভাষা শহীদদের স্মরনে বার্সেলোনায় প্লাসা পেদ্রোর শহীদ চত্বরে ২১শে পালন

(বার্সেলোনা(স্পেন) থেকে – জেবুন্নেছা) স্পেনের বার্সেলোনাবাসী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- অমর একুশে পালন করেছে। বর্সেলোনা প্লাজা পেদ্রোর শহীদ মিনার চত্বরে শহীদ বেদিতে ফুল দিয়ে ২১ শের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বার্সেলোনায় বসবাসরত সকল বাংলা ভাষাভাষী সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।

কোরাস কন্ঠে শোক গাঁথা আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ?-গানের সুরে বার্সেলোনার প্রায় সকল সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

বাংলাদেশীদের এই শোক গাঁথা ২১শের ফুল দেয়া অনুষ্টান এ শহীদ বেদীতে ক্রমান্বয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বংলাদেশ আওয়ামীলীগ কাতালোনীয়ার সমন্বয় কমিটির পক্ষে আলাউদ্দিন হক নেসা,মোনায়েম চৌধুরী বাবলা,খুরশীদ আলম বাদল,শফিকুল ইসলাম শফি সহ নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতালোনীয়ার পক্ষে সালাউদ্দিন ,মহিউদ্দিন কিশোর সহ যুলীগের নেতৃবৃন্দ,বার্সেলোনা বাংলা স্কুলের পক্ষে আউয়াল ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী,আহম্মদ মোহাম্মদ জুয়েল,
মুন্নি পাখি সহ শিক্ষক শ্ক্ষিকা বৃন্দ ,সান্তা কলোমা বংলা স্কুলের পক্ষে নুরুল ইসলাম সহশিক্ষক-শিক্ষিকাবৃন্দ,মহিলা সমিতি বার্সেলোনার পক্ষে ফাতেমা দিলরুবা স্বপ্না,রাজু গাজী, দীবা গাজী সহ নেতৃবৃন্দ, এসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে

বাংলাদেশএন কাতালোনিয়া পক্ষে উত্তম কুমার, শামীম হওলাদার সহ অনেক নেতৃবৃন্দ।
বিকাল সাড়ে পাঁচটা থেকে প্লাসা পেদ্রো শহীদ চত্বরে লোক সমাগম শুরু হয় , প্রতিটি মানুষেরই যেন ভাষার জন্য বায়ান্নের ভাই হারানো শোক বুকে নিয়ে শহীদ বেদীতে ফুল নিয়ে আসা।বার্সেলোনায় বালাদেশীদের
প্রিয় ভাজন সিনিয়র রামন পেদ্রোসহ অনেক বিদেশীকেও শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ