বাংলাদেশের প্রিয়তমা এখন রোমে,,,,,

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সুপার হিট চলচ্চিত্র প্রিয়তমা এখন ইটালির রাজধানীর রোমে। পহেলা সেপ্টেম্বর শুক্রবার প্রদর্শন করা হবে রোমের একটি সিনেমা হলে। মেট্রো সি লাইনের mirti স্টেশন সংলগ্ন cinema Broadway-তে প্রদর্শিত হবে ওই দিন রাত ৮ টায়। এই প্রিয়তমা প্রজেশনের আয়োজন করছেন সাংবাদিক আমির হোসেন লিটন।তিনি জানান, ইতিমধ্যেই প্রচুর টিকিট বিক্রি হয়েছে। টিকেট সীমিত। পহেলা সেপ্টেম্বরের প্রদর্শন এটি হাউসফুলের দিকে এগিয়ে যাচ্ছে। যদি কোন দর্শক এবারে টিকিট না পান তাহলে আমরা চেষ্টা করব আরেকটি প্রদর্শনীর । বলেন, দেশীয় চলচ্চিত্র বিশেষ করে আমাদের সংস্কৃতি প্রবাসে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা এই প্রদর্শনের আয়োজন করছি। প্রিয়তমা প্রদর্শনের সাথে সংযুক্ত সকলের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান আমির হোসেন লিটন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ