বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরবে নতুন প্রজন্ম: মনিরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট:বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইতালিতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। নতুন প্রজন্ম বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম।
রোম দূতাবাসে নানা আয়োজন করা হয় মহান বিজয় দিবস উদযাপনে। দূতাবাসের বিজয় দিবসের এই অনুষ্ঠানে ইতালি
আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ সভাপতি কেএম লোকমান
হোসেন, জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিনসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবারের আয়োজনটি ছিল ব্যতিক্রমী। রোম
ছাড়াও প্রথমবারের মতো ইতালির বিভিন্ন নগরী থেকে প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানানো হয় বিজয় দিবসের এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং
পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ ছাড়াও বঙ্গবন্ধুর উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা পর্বে মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন এখানে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রবাসীরা ভূমিকা রাখবেন বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত মনিরুল ইসলাম।প্রবাসী বাংলাদেশীরা গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে নতুন প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সমাজ রেখে যাবার অঙ্গীকার করেন।বঙ্গবন্ধুর দুরুদৃষ্টি সম্পন্ন মেধা যোগ্যতা এবং সঠিক নেতৃত্বের কারণেই একটি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে বলে মনে করেন বাংলাদেশীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় শিল্পীরা দেশের গান পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ