কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে (বীরউত্তম) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) দলটির যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গলব্লাডারের পাথর অপসারণের জন্য তিনি অধ্যাপক ছয়েফউদ্দিন আহমদের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন।’
উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে একই হাসপাতালে আলট্রাসনোগ্রাম করার পর গলব্লাডারে পাথর ধরা পরে কাদের সিদ্দিকীর। তবে করোনা শনাক্ত হওয়ার তখন তার অপারেশন করা সম্ভব হয়নি। সুস্থতার জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।
এদিকে বঙ্গবীরকে দেখতে তাঁর বড় ভাই সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক অব্দুল্লাহ আবু সাইয়িদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, গণফোরাম নেতা মোস্তফা মহসীন মন্টু হাসপাতালে যান। এসময় তারা বঙ্গবীরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং রোগমুক্তি কামনা করেন।