ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও দ্যা ডেইলি সান পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রায়হান আহমেদকে মারধর করায় এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজের বহির্বিভাগের সামনে রায়হানকে মারধর করেন ওই পুলিশ সদস্য। পরে শিক্ষার্থীদের দাবির মুখে তাকে বরখাস্ত করা হয়।
ওই পুলিশ সদস্যের নাম মো: আব্দুর রব। তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল শাখায় (এসবি) এএসআই পদে কর্মরত ছিলেন।
ঘটনার বর্ণনায় ভুক্তভোগী শিক্ষার্থী রায়হান আহমেদ বলেন, আমি ঢাবি এলামনাই এসোসিয়েশনের সংবাদ সম্মেলন শেষে হলের দিকে আসতেছিলাম। এমন সময় অভিযুক্ত (আব্দুর রব) পেছন থেকে বাইক দিয়ে আমাকে ধাক্কা দেন। তখন আমি এর কারণ জানতে
চাইলে তিনি এর উত্তর না দিয়ে উল্টো প্রশাসনের পরিচয় দিয়ে আমাকে মারধর শুরু করেন। মারতে মারতে আমার শার্ট ছিঁড়ে ফেলেন। পরে সাংবাদিক সমিতির ভাইদের বিষয়টি জানালে তারা এসে আমাকে উদ্ধার করেন।
ঘটনা জানতে পেরে শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি হারুন অর রশিদ উপস্থিত হন। পরে শিক্ষার্থীদের শান্ত করে সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ থানায় অভিযুক্তকে নিয়ে যান তিনি। সেখানে অভিযুক্ত আব্দুর রব সবার সামনে তার অপরাধ স্বীকার করে নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সামনে এডিসি হারুন অর রশীদ তাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে এডিসি হারুন বলেন, আমরা এসবির উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা অভিযুক্তকে (আব্দুর রব) বরখাস্তের বিষয়ে নিশ্চিত করেছেন। এখন এ বিষয়ে তদন্ত করে পরের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির, সহকারী প্রক্টর আব্দুর রহিম ও সাংবাদিক সমিতির অনান্য সদস্যরা।