ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

শায়েস্তাগঞ্জে ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কের উবাহাটা সরদারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ওসি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের রফিক মিয়ার ছেলে অটোরিকশাচালক জামাল মিয়া (২২) এবং একই উপজেলার রঘুরামপুর গ্রামের কাছম আলী ছেলে ফরিদ মিয়া (৪০)। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।

এলাকাবাসী জানান, উপজেলার সরদারবাড়ি এলাকায় সকাল ৭টার দিকে দুর্গাপুর থেকে ছেড়ে আসা অটোরিকশা ও শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। অটোচালক জামাল মিয়া ঘটনাস্থলেই মারা যান। যাত্রী ফরিদকে মুমূর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালে তার অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিলেটে নেওয়ার পথেই ফরিদ মারা যান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ