টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপভ্যান ও অটোরিকশার সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার (১ এপ্রিল) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে অটোরিকশা চালক রমজান আলী (৫৫) ও একই উপজেলার বীরবাসিন্দা গ্রামের রীনা (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে, অপরদিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশা চালকসহ ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, পিকআপ ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।