কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে একযোগে বদলি

কাস্টমস বিভাগের যুগ্ম কমিশনার ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদে বড় ধরনের রদ-বদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১১ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, দেশের রাজস্ব খাতে গতিশীলতা ফেরাতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দফতরে বদলি করা হয়েছে। এছাড়া দু’জন যুগ্ম কমিশনারকেও বদলি করা হয়েছে বলে জানা গেছে।

এনবিআরের দ্বিতীয় সচিব মো: মাসুদ রানা সই করা পৃথক পৃথক তিনটি আদেশে একযোগে কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলের কাস্টমসের বিভিন্ন দফতরে বদলি করা হয়েছে।

বদলির আদেশে তাদেরকে ১৪ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ