করোনার তাণ্ডবে বাড়লো মৃতের সংখ্যা

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে আবারো মৃতের সংখ্যা বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ২৭ হাজার ৩১৭ জনে।

২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৮১ লাখ ৫৪ হাজার ৯০ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২৪ লাখ মানুষ। মোট সুস্থ হয়েছেন ৩৮ কোটি ২১ লাখ চার হাজার ২৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে। মারা গেছেন প্রায় পাঁচ হাজার মানুষ। আর আক্রান্ত হয়েছেন ১২ লাখের বেশি মানুষ।

এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি নয় লাখ ৭৯ হাজার ৯৭৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৮৫ হাজার ৯১৪ জনে।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ২৯ লাখ ৭১ হাজার ৩০৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১৫ হাজার ২৪১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯০ লাখ ৬৯ হাজার ৪৬৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৫২ হাজার ৪১৮ জনের।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ