ইতালি আওয়ামী লীগের ফুলের শুভেচ্ছায় ভাসলেন নব নিযুক্ত রাষ্ট্রদূত মনিরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট: ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্রদ্ধা ভালোবাসা আর ফুলের শুভেচ্ছায় ভাসলেন ইত্যাদিতে নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম।
ইতালি আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী রোম দূতাবাসে গিয়ে এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও দলের অন্যান্য নেতাকর্মীরা রাষ্ট্রদূত মনিরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানান এবং একজন দক্ষ কূটনীতিক হিসেবে তার প্রশংসা করেন। জবাবে রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিদেশের মাটিতে দেশীয় কৃষ্টি সংস্কৃতি তুলে ধরার অনুরোধ জানান।এই আনুষ্ঠানিক বৈঠকে শুধুমাত্র রোম থেকেই শতাধিক নেতাকর্মী দূতাবাসে আয়োজিত এই বৈঠকে অংশগ্রহণ করেন।
পরে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান,অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং আন্তরিকতার সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনে রাষ্ট্রদূতকে দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেন ইতালি আওয়ামী লীগের নেতারা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ