ইতালি সরকার ২০২৫ সালে শ্রমিক ভিসায় ১ লাখ ৮১ হাজার কর্মী নেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই ভিসার প্রাক-আবেদন পর্ব। তবে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষেত্রে অতিরিক্ত যাচাইয়ের শর্ত রাখা হয়েছে।
কৃষি, পর্যটন, এবং হোটেল খাতে নিয়োগ প্রক্রিয়া বিভক্ত করে আবেদন জমার সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যা ২০২৫ সালের ফেব্রুয়ারির ১২ তারিখ পর্যন্ত। অন্যদিকে গৃহস্থলী ও স্বাস্থ্য সেবার জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে।
বাংলাদেশি প্রবাসীরা শঙ্কিত—দালাল চক্রের অপতৎপরতার কারণে ইতালিতে বাংলাদেশি শ্রম বাজার ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিস্থিতি সামলাতে বাংলাদেশ ও ইতালি সরকারের মধ্যে কূটনৈতিক আলোচনা জোরদারের আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্টরা।