ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে দুই পক্ষের ব্যাপক সংঘাত

ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে, বিশেষ করে অবরুদ্ধ শহর মারিউপোলে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় সেনাদের ব্যাপক সংঘাত চলছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের জাতীয় টেলিভিশনকে ওলেক্সি আরেস্তোভিচ জানান, কিয়েভের আশেপাশে ইউক্রেনীয় সৈন্যরা ওই অঞ্চলের ৩০টিরও বেশি শহর ও গ্রাম পুনরুদ্ধার করেছে। পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেন এগিয়ে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ইউক্রেনের একটি শীর্ষ তেল শোধনাগারে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার সকালে ওই হামলা চালানো হয় বলে ইউক্রেনের সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কোভ শনিবার এক ব্রিফিংয়ে বলেন, মধ্য ইউক্রেনেরক্রেমেনচুক  শহরের শোধনাগারে ‘উচ্চ-নির্ভুল দূরপাল্লার বায়ু এবং সমুদ্র-ভিত্তিক অস্ত্র’  দিয়ে আঘাত করা হয়েছে।
এর আগে রাশিয়ার বেলগোরদ শহরের একটি তেলের ডিপোতে ইউক্রেনের হামলা চালিয়েছে বলে স্থানীয় সময় শুক্রবার সকালে অভিযোগ করেছে মস্কো।

তবে এই হামলা নিয়ে ‘রহস্যময় আচরণ’ করছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ওই হামলার সঙ্গে ইউক্রেন জড়িত আছে কি না, সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না।

বেলগোরদ শহরটি ইউক্রেনের উত্তর সীমান্তঘেঁষা রাশিয়ার একটি শহর। দুদিন আগে এই এলাকার একটি অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনার পর অভিযোগের তীর ছোড়া হয় ইউক্রেনের দিকে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ