ঢাকা অফিস: ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সভাপতি ও অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন-আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট ফকরুল আকম সেলিমকে বিমানবন্দরের ভিআইপি লাউন্জে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দীনের পক্ষে এফবিসিসিআই সহসভাপতি এম এ মোমেন তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জ্ঞাপন করেন।
এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি সৈয়দ আলমাস কবীরও উপস্থিত ছিলেন। অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন-আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে উজ্জীবিত রেখেছেন এবং তারা দেশের সেবায় নিয়োজিত আছেন। তার সংগঠন প্রবাসীদের কল্যাণ এর পাশাপাশি দেশ সেবায় দায়িত্ব পালন করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
আগামী ২১ শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন কাজী এনায়েত উল্লার নেতৃত্বাধীন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন।
ঢাকায় অবস্থানরত সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও এ সময় অংশ নেবেন কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আয়েবা প্রতিবছর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে আসছে।